ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ভোট চাওয়ার অধিকার শুধু সরকারি দল ভোগ করছে 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
ভোট চাওয়ার অধিকার শুধু সরকারি দল ভোগ করছে 

ঢাকা: খালেদা জিয়ার মুক্তির দাবিতে লিফলেট বিতরণ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভোট চাওয়া রাজনৈতিক অধিকার হলেও সেই অধিকার কেবল ক্ষমতাসীন দলই ভোগ করছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্যের জবাবে রোববার (০১ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

মির্জা ফখরুল বলেন, এই অবৈধ সরকারের বিএনপিকে ধ্বংস করতে নীল নকশা করছে।

কিন্তু আন্দোলনের মাধ্যমে প্রতিহত করবো। সকল ষড়যন্ত্র নস্যাৎ করে খালেদা জিয়াকে মুক্ত করে আনা হবে।

এদিকে মহাখালীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন লিফলেট বিতরণ করেন। তবে  বক্তব্য দিতে গেলে তাকে বাধা দেয় পুলিশ। পরে তাকে গাড়িতে উঠিয়ে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৮
এমএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।