ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঈশ্বরদীতে ছাত্রলীগ সভাপতি গুলিবিদ্ধ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৮
ঈশ্বরদীতে ছাত্রলীগ সভাপতি গুলিবিদ্ধ

পাবনা: ঈশ্বরদীতে প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত হয়েছেন পাকশি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সদরুল হক পিন্টু (৩২)। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার পাকশি ইউনিয়নের রূপপুর পাকার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পিন্টু পাকশি ইউনিয়নের চর-রূপপুর গ্রামের আজাদ মাল এর ছেলে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি-ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক বাংলানিউজকে জানান, এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে ২০১৫ সালের ১ জুন একই দলের ছাত্রলীগকর্মী টুনটুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কাঁধের নিচ থেকে বাম হাত কেটে বিছিন্ন করা হয়। তারই জের ধরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রতিপক্ষরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে ত্রাস সৃষ্টি করে। এসময় পিন্টুর শরীরে তিনটি গুলি লাগে। পরে রামদা ও চাপাতি দিয়ে কোপানো হয়।

স্থানীয়রা তাকে প্রথমে স্থানীয় ক্লিনিকে নিলে অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী পাঠানো হয়।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে কেউ এখনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০০২৭ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।