ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চেকআপ শেষে ব্যাংকক থেকে ফিরলেন বি. চৌধুরী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
চেকআপ শেষে ব্যাংকক থেকে ফিরলেন বি. চৌধুরী অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী

ঢাকা: বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী ব্যাংককে স্বাস্থ্য পরীক্ষা শেষে ঢাকায় ফিরেছেন।

সোমবার (২ এপ্রিল) রাতে তিনি ঢাকায় ফেরেন। বি. চৌধুরী এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন তার স্বজনরা।


 
গত ১৫ মার্চ রাতে বি. চৌধুরীর মাইল্ড স্ট্রোক হয়। এরপর ২৪ মার্চ চেকআপের জন্য ব্যাংককের বামরুনগ্রাড ইন্টারন্যাশনাল হাসপাতালে যান তিনি।

বি. চৌধুরীর ছোট মেয়ে ডা. শায়লা চৌধুরী বাংলানিউজকে জানান, বামরুনগ্রাড হাসপাতালে তার বাবার সম্পূর্ণ চেকআপ শেষে চিকিৎসকরা জানিয়েছেন তিনি সুস্থ আছেন।

তার সুস্থতা কামনা করে দোয়ার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন ডা. শায়লা।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এমএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।