ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রংপুরে বিএনপি নেতা বাবলা কারাগারে

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
রংপুরে বিএনপি নেতা বাবলা কারাগারে

রংপুর: নাশকতার মামলায় রংপুর মহানগর বিএনপির সহ-সভাপতি কাওছার জামান বাবলার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (০২ এপ্রিল) রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক ইয়াসমিন মুক্তা শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায়ের দিন গত ৮ ফেব্রুয়ারি রংপুর মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

 

কর্মসূচি চলাকালে নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশ বাদী হয়ে কাওছার জামান বাবলাসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করে। ওই মামলায় বাবলা হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে তাকে তিন সপ্তাহের জামিন দিয়ে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।  

সোমবার তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে পুলিশি পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।  

কাওছার জামান বাবলা গত রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।