ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচনে কেউ অংশ নিতে না পারলে সরকারের কিছু করার নেই 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
নির্বাচনে কেউ অংশ নিতে না পারলে সরকারের কিছু করার নেই  কুড়িগ্রামে ১০ টাকা কেজি চাল বিতরণ অনুষ্ঠান/ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, মামলার কারণে কেউ নির্বাচনে আসতে না পারলে তা দেখার দায়িত্ব জনগণের নয়। এক্ষেত্রে সরকারের কিছু করার নেই।

বৃহস্পতিবার (০৫ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চত্বরে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি পুষ্টি চাল বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের আয়োজনে ডিসেম্বরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবিধান অনুযায়ী সেখানে নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই আমরা।  

‘আমরা বিশ্বাস করি, সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে। কেউ যদি অংশগ্রহণ না করে তাতে আমাদের (সরকার) কিছুই নেই। মামলার কারণে কেউ নির্বাচনে আসতে না পারলে তা দেখার দায়িত্ব জনগণের নয়। ’

তিনি আরো বলেন, যাদের সামর্থ্য নেই তাদের জন্যই ১০ টাকা কেজি দরে পুষ্টি চাল বিতরণের এ কর্মসূচি। আজ থেকে কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ী উপজেলার ৩০ হাজার পরিবারকে প্রতিমাসে ৩০ কেজি করে এ পুষ্টি চাল দেওয়া হবে। পর্যায়ক্রমে সারাদেশের ৫০ লাখ পরিবারকে এ বিশ্ব খাদ্য কর্মসূচির আওতায় আনা হবে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বাংলাদেশ প্রতিনিধি ক্রিস্টা রেডার, নেদারল্যান্ডস দূতাবাসের উপ প্রধান জেরোয়েন স্টিগস, খাদ্য অধিদফতরের মহাপরিচালক বদরুল হাসান, খাদ্য মন্ত্রণালয়ের সচিব শাহাবুদ্দিন আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ, উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন মঞ্জু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৮
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।