ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

সপ্তম সংশোধনীর রায় বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ: মওদুদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১০
সপ্তম সংশোধনীর রায় বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ: মওদুদ

ঢাকা: সপ্তম সংশোধনী সংক্রান্ত হাইকোর্টের রায় বাস্তবায়ন করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ্।

শুক্রবার বেলা ১২টায় গুলশান নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার মওদু বলেন, ‘এরশাদের বিচার হবে কিনা এটা নির্ধারণ করবে সরকার, সংসদ ও আদালত। তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না এরশাদকে কাঠগোরায় দাঁড়াতে হবে কিনা। ’

তিনি আরো বলেন, ‘জিয়া নয় বঙ্গবন্ধুর ক্যাবিনেটের মন্ত্রী খন্দকার মোশতাক দেশে মার্শাল ল’ এনেছিলেন। ’

উল্লেখ্য, বৃহস্পতিবার হাইকোর্ট সপ্তম সংশোধনীকে অবৈধ ঘোষণা করে । এ রায়ের ভিত্তিতে এরশাদের ক্ষমতা গ্রহণ অবৈধ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।