ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নরসিংদীতে আওয়ামী লীগের দুই গ্রুপে টেঁটাযুদ্ধ, আহত ৩৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মে ৮, ২০১৮
নরসিংদীতে আওয়ামী লীগের দুই গ্রুপে টেঁটাযুদ্ধ, আহত ৩৩ আহত কয়েকজন

নরসিংদী: নরসিংদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে টেঁটাযুদ্ধে নারীসহ ৩৩ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (৮ মে) সকাল ৮টার দিকে সদর উপজেলার চরদীঘলদি ইউনিয়নের অনন্তরামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

নরসিংদীর মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইলিয়াছ এ তথ্য জানিয়েছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার এবং জমি নিয়ে দীর্ঘদিন ধরে চরদীঘলদি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মিয়া চানের মধ্যে বিরোধ চলছে। এর জের ধরে মঙ্গলবার সকালে অনন্তরামপুর বাজারে দু’পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষের সমর্থকরা টেঁটা-বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ উভয়পক্ষের ৩৩ জন আহত হন। টেঁটাবিদ্ধ অবস্থায় ১৮ জনকে নরসিংদী সদর হাসপাতালে ও ১৫ জনকে ১০০ শয্যা বিশিষ্ট  নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

মাধবদী থানার ওসি মুহাম্মদ ইলিয়াছ জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ০৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।