ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ব্যাংকিং খাত নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, মে ৯, ২০১৮
ব্যাংকিং খাত নিয়ে বিএনপির সংবাদ সম্মেলন বৃহস্পতিবার

ঢাকা: দেশের ব্যাংকিং খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বৃহস্পতিবার (১০ মে) বিকেলে সংবাদ সম্মেলন করবে বিএনপি। আসন্ন ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নিয়েছে দলটি। 

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওইদিন বিকেল সাড়ে ৩টায় এ সংবাদ সম্মেলন হবে বলে জানান শায়রুল কবির খান।  
 
এতে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং খাতের চিত্র তুলে ধরা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপির নীতি নির্ধারক ফোরামের সদস্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন।  
 
বিএনপি চেয়ারপারসন কার্যালয় সূত্র জানিয়েছে, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের অর্থনৈতিক, প্রশাসনিক, সামাজিকসহ প্রতিটি খাতের অভ্যন্তরীণ চিত্র দেশবাসীর সামনে তুলে ধরতে চায় বিএনপি। সম্প্রতি দলের নীতি নির্ধারক ফোরাম ও সিনিয়র নেতাদের কয়েকটি বৈঠকে আলোচনা-পর্যালোচনা করে এ সিদ্ধান্ত চূড়ান্ত  করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মে ০৯, ২০১৮
এমএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।