ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জেলখানার বিশ্রাম খালেদাকে ফিট করে তুলেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, মে ১০, ২০১৮
জেলখানার বিশ্রাম খালেদাকে ফিট করে তুলেছে বক্তব্য রাখছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ছবি- বাংলানিউজ

শেরপুর: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, খালেদা জিয়া বললেন তিনি খুব অসুস্থ। আমিও মনে করি তিনি অসুস্থ। কিন্তু আপনার জেলাখানায় বিশ্রামের দরকার।

আপনি যখন বঙ্গবন্ধু মেডিকেলে এলেন আপনার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সেটা আপনি ব্যবহার করেননি। আপনি কোর্টে যান দুইজন ধরে নামায়।

কিন্তু সেদিন দেখলাম কী চমৎকার সোজা হয়ে কারো সাহায্য ছাড়া হেঁটে যাচ্ছেন। জেলখানার বিশ্রাম আপনাকে ফিট করে তুলেছে।

বৃহস্পতিবার (১০ মে) সকালে উপজেলা পরিষদ চত্বরে মুক্তমঞ্চে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে লোহার বেঞ্চ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কমিউনিটি ক্লিনিকে ডেলভারি বেড বিতরণকালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।  

কৃষিমন্ত্রী এর আগে নালিতাবাড়ী পৌরসভায় জলবায়ু অর্থায়নে দুই কোটি টাকা ব্যয়ে খালের ওপর ড্রেনেজ নির্মাণ কাজের অগ্রগতি পরির্দশন করেন।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, বৃহস্পতিবার (১০ মে) বঙ্গবন্ধু স্যাটেলাইট উদ্বোধন উপলক্ষে বানানো পোস্টার দেখে চোখের জল ধরে রাখতে পারি নাই। পোস্টার দেখে মনে হচ্ছে, ‘বঙ্গবন্ধু আকাশ থেকে বাংলাদেশের অগ্রযাত্রা দেখছেন। ’ 

কৃষিমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে শাস্তি আমরা দেইনি। শাস্তি দিয়েছে কোর্ট। তিনি বের হলে কোর্টের মাধ্যমে তাকে বের হতে হবে।

এদিন কৃষিমন্ত্রী বরাদ্দকৃত টিআরের অর্থায়নে উপজেলার ১৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৪০ জোড়া লোহার বেঞ্চ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিনিটি ক্লিনিকে পাঁচটি ডেলেভারি বেড বিতরণ করেন।  

এ সময় শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার (এসপি) রফিকুল হাসান গনি, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মুকলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরফদার সোহেল রহমান, মহিলা ভাইস চেযারম্যান আছমত আরা, পৌরসভার মেয়র আবু বক্কও সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযুদ্ধা জিয়াউল হোসেন ও সাধারণ সম্পাদক মো. ফজলুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ উপজেলার বিভিন্নস্তরের নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মে ১০, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।