ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কুশাসনে মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে: খন্দকার মোশাররফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১০
কুশাসনে মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে: খন্দকার মোশাররফ

ঢাকা: বর্তমান সরকারের কুশাসনে মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার সন্ধ্যায় ইস্কাটনের লেডিস কাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ইফতার পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।



দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে বলে মন্তব্য করে খন্দকার মোশাররফ বলেন, ‘দ্রব্যমূল্যের উর্ধ্বগতি থামছে না। বিদ্যুৎ-গ্যাস-পানি সঙ্কটে জীবন অতিষ্ঠ। ক্ষমতাসীনদের কুশাসনে মানুষের মধ্যে হাহাকার শুরু হয়েছে। সরকার তাদের দোষ বিরোধী দলের উপর চাপাতে নানা মিথ্যা অজুহাত দাঁড় করানোর চেষ্টা করছে। সর্বাত্মক ব্যর্থতা আড়াল করতে জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আজ সর্বক্ষেত্রেই অন্ধকারে নিমজ্জিত। এর থেকে আলোর পথে টেনে আনতে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। ’

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা বিশেষ অতিথি ছিলেন। এছাড়া মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেনসহ ড্যাব নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।