ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মাহাথিরকে অভিনন্দন এরশাদের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, মে ১০, ২০১৮
মাহাথিরকে অভিনন্দন এরশাদের হুসেইন মুহম্মদ এরশাদ ও ড. মাহাথির মোহাম্মাদ (ফাইল ছবি)।

ঢাকা: মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মাদের জোট জয়লাভ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

অভিনন্দন বার্তায় ব্যক্তিগত বন্ধুত্ব ও বাংলাদেশের প্রতি মাহাথিরের বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন এরশাদ। এছাড়া তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেন জাপা চেয়ারম্যান।

২০০৩ সালে ড. মাহাথির স্বেচ্ছায় প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেওয়ার পর মালয়েশিয়ার অর্থনীতিতে যে বিরূপ প্রভাব পড়েছে তা এখন স্বল্প সময়ের ব্যবধানেই কাটিয়ে ওঠতে পারবে দেশটির নতুন নেতৃত্ব, এমন আশা আর এই বৈপ্লবিক বিজয়ে অবদান রাখার জন্য মালয়েশিয়ার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এরশাদ।

মাহাথিরের নেতৃত্ব মালয়েশিয়ায় আবারো বাংলাদেশিদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করবে। এছাড়া বাংলাদেশের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করবে বলেও আশা প্রকাশ করেন হুসেইন মুহম্মদ এরশাদ।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মে ১০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।