ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়া চিরদিন জেলে থাকবেন না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, মে ১১, ২০১৮
খালেদা জিয়া চিরদিন জেলে থাকবেন না বক্তব্য রাখছেন মওদুদ আহমেদ। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, ‘খালেদা জিয়াকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না, তিনি চিরদিন জেলখানায় থাকবেন না। আওয়ামী লীগ ভয় পেয়েছে, তারা চায় না বিএনপি নির্বাচনে আসুক। কিন্তু বিএনপি ঠিকই নির্বাচনে অংশগ্রহণ করবে।’

শুক্রবার (১১ মে) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুরের নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মওদুদ আহমেদ আরো বলেন, দেশে আইন-আদালত আছে, আমরা আদালতের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করার চেষ্টা করছি, চেষ্টা করে যাব।



এসময় তিনি আশা প্রকাশ করে বলেন, হাইকোর্টের আদেশ সুপ্রীমকোর্ট বিবেচনা করবে এবং খালেদা জিয়া মুক্ত হয়ে আরও জনপ্রিয় নেতা হবেন।
 
তিনি বলেন, বিএনপিকে দুর্বল করতে প্রায় ১১ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে ৭৮ হাজার মামলা দিয়ে দমানোর চেষ্টা করা হচ্ছে। খালেদা জিয়াকে ভয় পায় বলে, সামান্য দু’কোটি টাকার মামলা দিয়ে জেলে আটকে রেখেছে। সরকার নানা কারণ দেখিয়ে খালেদা জিয়াকে জেলহাজতে রাখার চেষ্টা করছে। শাসকদল নানাভাবে বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে চায়। কিন্তু দেশের জনগণ তা হতে দেবে না।

এসময় কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবদল সভাপতি আবদুল মতিন লিটন, জেলা ছাত্রদল নেতা আবুল হাসান মো. নোমান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদুর রহমান রাজন, সাংগঠনিক সম্পাদক আতাউর হোসেন পাভেল, সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হুসাইন মোহাম্মদ এরশাদসহ উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মে ১১, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।