ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিদ্ধান্ত নিতে ভুল করবে না জনগণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, মে ১১, ২০১৮
সিদ্ধান্ত নিতে ভুল করবে না জনগণ বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবি- বাংলানিউজ

সিরাজগঞ্জ: স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশের জনগণ নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে কোনো ভুল করবে না। যারা আন্দোলনের নামে জ্বালাও পোড়াও এবং পুড়িয়ে মানুষ হত্যা করেছে এ দেশের জনগণ তাদের আর ভোট দেবে না। তারা জনগণের ভোট চাওয়ার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে।

শুক্রবার (১১ মে) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, ১৯৭০ সালের নির্বাচনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আগামী দিনে আওয়ামী লীগ না বিএনপি দেশ শাসন করবে নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণকে সে সিদ্ধান্ত নিতে হবে।

নাসিম বলেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে একদিকে মহাকাশ জয়ের যাত্রা শুরু হয়েছে, অন্যদিকে তৃণমূলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হচ্ছে। সব ক্ষেত্রেই দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ বিশ্বের কাছে অনুকরণীয় দেশে পরিণত হয়েছে।

এসময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে নাসিম বলেন, উন্নয়ন ও ভালবাসা দিয়ে বাড়ি বাড়ি গিয়ে নৌকা মার্কার ভোট চাইতে হবে। রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসাসহ অবকাঠামোগত সব উন্নয়ন জনগণের কাছে তুলে ধরতে হবে।

ছোনগাছা বাজার খেলার মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সহিদুল আলমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য, কৃষি বিষয়ক সম্পাদক গাজী আমিনুল হক, কাজিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, মনসুর নগর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল লতিফ তারিন, সদর থানা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান দুদু, গোলাম রব্বানী, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ১১ মে, ২০১৮
‍আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।