ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দুই মামলায় শিমুল বিশ্বাসের জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, মে ২১, ২০১৮
দুই মামলায় শিমুল বিশ্বাসের জামিন শামসুর রহমান শিমুল বিশ্বাস

ঢাকা: নাশকতার দুই মামলায় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমাবার (২১ মে) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।



পরে তিনি জানান, ২০১৫ সালে পুলিশ বাদী হয়ে পল্টন ও মুগদা থানায় নাশকতার অভিযোগে মামলা দু’টি করে। তবে আরও মামলা থাকায় এই দুই মামলায় জামিন পেলেও তিনি মুক্তি পাচ্ছেন না।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের রায় হওয়ার পরপরই আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে আটক করা হয়। সেই থেকে তিনি কারাবন্দি।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, মে ২১,২০১৮
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।