ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কর্মীদের জেলে পুরে, গুলি করে আন্দোলন রোখা যাবে না: জামায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১০
কর্মীদের জেলে পুরে, গুলি করে আন্দোলন রোখা যাবে না: জামায়াত

ঢাকা: হাজার হাজার নেতাকর্মীকে জেলে পুরে বা গুলি করে হত্যা করে ইসলামী আন্দোলন রোখা যাবে না  বলে হুঁশিয়ার করেছে জামায়াত।

শুক্রবার মগবাজার আলফালাহ মিলনায়তনে রমনা থানা জামায়াত আয়োজিত রোজার তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।



তিনি বলেন, ‘ইসলাম একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলনের নাম। নিয়মতান্ত্রিকভাবে এ আন্দোলনকে মোকাবেলা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়ে সরকার ভিন্ন পথ অবলম্বন করছে। ’

ইসলামী আদর্শ মোকাবেলা করার মতো সমমানের আদর্শ বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মধ্যে নেই উল্লেখ করে আজহার বলেন, ‘হাজার হাজার ইসলামী আদর্শের নেতাকর্মীকে হয়ত জেলে পোরা যাবে, গুলি করে হত্যা করা যাবে, কিন্তু একে নির্মূল করা যাবে না। ’

ইসলাম রাজনীতিমুক্ত নয় উল্লেখ করে এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘মানুষের সমগ্র জীবন ব্যবস্থা যদি আল্লাহ’র নির্দেশে চলে তাহলে রাজনীতিও আল্লাহর নির্দেশেই চলবে। ’

তিনি বলেন, ‘মসজিদে বসে সুদ-ঘুষ বন্ধের ঘোষণা দিলে চলবে না। এগুলো বন্ধ করতে হলে সংসদে গিয়ে ঘোষণা দিতে হবে। আর সংসদে যেতে হলে রাজনীতি করতে হবে। ’

রমনা থানা জামায়াতের সভাপতি মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে রমনা থানার বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তৃতা  করেন।

বাংলাদেশ সময় ২০০০ ঘণ্টা, ২৭ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।