ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

যারা সত্য বলছেন তাদের হুমকি দেওয়া হচ্ছে: ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, মে ২৮, ২০১৮
যারা সত্য বলছেন তাদের হুমকি দেওয়া হচ্ছে: ফখরুল বিএফইউজে-ডিইউজের ইফতার মাহফিলে মির্জা ফখরুল/ছবি: বাংলানিউজ

ঢাকা: আজ যারা সরকারে আছে তারাই একদিন সমস্ত গণমাধ্যমকে রুদ্ধ করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভুলে গেলে চলবে না, তারা সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিল। জিয়াউর রহমান সেই পত্রিকাগুলোকে খুলে দিয়েছিলেন বলেই আজ এতগুলো পত্রিকা-চ্যানেল চলছে।

সোমবার (২৮ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনের বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আজ যে হারে তারা (সরকার) গণমাধ্যমের ওপর চাপ সৃষ্টি করছে, যে হারে সেন্সরশিপ-ভয়ভীতি দেখাচ্ছে, তাতে সত্যিকার তথ্য বের হয়ে আসতে পারছে না।

যারা সত্য কথা বলছেন তাদের হুমকি দেওয়া হচ্ছে, অথবা তাদের বিভিন্নভাবে বিপদগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। কয়েকদিন আগে খুলনার নির্বাচনে যারা সত্য কথা সামনে নিয়ে এসেছিলেন তাদের অনেককে চাকরিচ্যুত হতে হয়েছে।

দেশে একটি নির্বাচন অবশ্যই হতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়াকে মুক্ত করে, নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় সব দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। একই সঙ্গে এই দেশে আইনের শাসন ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।  

খালেদা জিয়াকে মিথ্যা মামলা সাজা দেওয়া হয়েছে অভিযোগ করে তিনি বলেন, তাকে বিভিন্ন অপকৌশলের মধ্যদিয়ে কারাগারে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে। কারণ এই সরকার রাজনৈতিকভাবে সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। জনগণের কাছে যেতে ভয় পায়, জনগণকে সামনে আনতে ভয় পায়।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) সভাপতি রুহুল আমীন গাজীর সভাপতিত্বে ইফতার মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতের নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার, বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, বিএফইউজের মহাসচিব এম আব্দুল্লাহ, ডিইউজের সভাপতি কাদের গণি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৮ মে ২৮, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।