ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ক্রসফায়ার কোনো সমস্যার সমাধান হতে পারে না

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, মে ৩০, ২০১৮
ক্রসফায়ার কোনো সমস্যার সমাধান হতে পারে না নিজ বাড়িতে আয়োজিত দোয়া ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায়। ছবি বাংলানিউজ

কেরানীগঞ্জ (ঢাকা): বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ক্রসফায়ার কোনো সমস্যার সমাধান হতে পারে না। সরকার মাদক নির্মূলে ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত ভাবে মানুষ খুন করছে। 

তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে ক্রসফায়ারের প্রয়োজন নেই। মাদক প্রবেশের পথ বন্ধ করতে পারলেই হবে।

তাছাড়া সরকার ও প্রশাসনের মধ্যে যারা মাদকের সঙ্গে জড়িত তাদের আগে নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (৩০ মে) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন মির্জাপুর এলাকায় গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে আয়োজিত দোয়া ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে একদলীয় শাসনতন্ত্র বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। তবে তার লক্ষ্য ও স্বপ্ন আজ ভুলুন্ঠিত। বিএনপির রাজনীতি জনগণের রাজনীতি। জিয়াউর রহমানের লক্ষ্য ও আদর্শ নিয়ে আমাদের রাজনীতি করতে হবে।

খালেদা জিয়ার কারাবাস সম্পর্কে তিনি বলেন, মিথ্যা ও সাজানো মামলা দিয়ে আমাদের চেয়ারপারসনকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যায়ভাবে ষড়যন্ত্রমূলকভাবে তাকে দুর্নীতিবাজ প্রমাণের চেষ্টা চালানো হচ্ছে। আমরা বিশ্বাস করি, তিনি মুক্তি পেলে দেশে গণতন্ত্রের পথ প্রশস্ত হবে।

এসময় তিনি ওই এলাকার অর্ধশতাধিক স্থানে দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সভাপতি মোকারম হোসেন সাজ্জাদ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান মানিক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক লিয়াকত হোসেন রিপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মে ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।