ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খুলনায় মহানগর বিএনপির প্রতিনিধি সম্মেলন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
খুলনায় মহানগর বিএনপির প্রতিনিধি সম্মেলন প্রতিনিধি সম্মেলনে খুলনা মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনা মহানগর বিএনপির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জুলাই) মহানগরের হোটেল সিটি ইন -এ সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে, সংসদ বহাল রেখে এবং  খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোনো সাধারণ নির্বাচন হবে না।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা সিটি মেয়র মনিরুজ্জামান মনি, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজা এবং সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিম।



অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের খুলনা রিজিওনাল কো-অর্ডিনেটর আমিনা সুলতানা।

প্রতিনিধি সম্মেলনে মডারেটরের দায়িত্ব পালন করেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম।
 
উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে এবং ইউএসএইড ও ইউকেএইড এর সহায়তায় অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে খুলনা মহানগর বিএনপি এবং থানা, ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।  

সম্মেলনে অংশ নেওয়া নেতাকর্মীরা ২৬টি দলে ভাগ হয়ে নির্বাচন, অভ্যন্তরীণ গণতন্ত্র, যোগ্য জনপ্রতিনিধি মনোনয়ন, প্রশিক্ষিত রাজনৈতিক কর্মী এবং শান্তির জন্য বিজয়- এ পাঁচটি বিষয়ের উপর তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।  

শেষে প্রতিনিধি সম্মেলনে অংশ নেওয়া নেতাকর্মীদেরকে শান্তির পক্ষে অবস্থান নিয়ে বিজয় অর্জনের শপথ বাক্য পাঠ করান মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা,  জুলাই ২৮, ২০১৮
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।