ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮
নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ছবি: বাংলানিউজ

পাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, খুলনা ও গাজীপুর সিটি নির্বাচন যেমন সুষ্ঠু হয়েছে ঠিক তেমনি সোমবার (৩০ জুলাই) রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচনও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। রাজশাহী সিটি নির্বাচন নিয়ে বিএনপি’র মেয়র প্রার্থী বিশৃঙ্খলার যে আশঙ্কা করছেন তা মিথ্যা। নির্বাচন নিয়ে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই। 

রোববার (২৯ জুলাই) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, দেশের মানুষ যেভাবে জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারকে সহায়তা করেছে ঠিক একইভাবে মাদকের বিরুদ্ধে সহায়তা করবে।

সরকার জঙ্গি দমনের মত মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এ যুদ্ধে দেশের পুলিশ প্রশাসন বুদ্ধিমত্তা দিয়ে কাজ করে যাচ্ছে। মাদকের ভয়াবহ ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষা করতে হবে। মাদক নিয়ন্ত্রণ না করতে পারলে দেশ মেধাশূন্য হয়ে পড়বে।  

ফায়ার সার্ভিস স্টেশন উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী।  ছবি: বাংলানিউজএসময় ১৫৬ প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) আতাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পাবনা-১ আসনের এমপি শামসুল হক টুকু, ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খাঁন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. খুরশিদ আলম, পাবনা জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, পাবনা পুলিশ সুপার জিহাদুল কবির, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুদুল আলম, সাবেক সচিব ও ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মজিবুর রহমান, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ।

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে দুপুরে জেলায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা করেন তিনি। বিকেলে সাঁথিয়া উপজেলা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সেখানে নেতাকর্মীদের তিনি আগামী নির্বাচনের জন্য নৌকার পক্ষে প্রচারণার কথা বলেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।