ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জলে, স্থলে, অন্তরীক্ষে দেশের পতাকা উড়িয়েছেন শেখ হাসিনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
জলে, স্থলে, অন্তরীক্ষে দেশের পতাকা উড়িয়েছেন শেখ হাসিনা শিক্ষার্থীদের মধ্যে সৌরবাতি বিতরণ করছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। ছবি: বাংলানিউজ

শেরপুর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শেরপুর-২ (নালিতাবাড়ী) আসনের এমপি ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনা আজ জলে, স্থলে, অন্তরীক্ষে-সব জায়গায় বাংলাদেশের পতাকা ওড়াতে সক্ষম হয়েছেন। 

আমরা শুধু উন্নয়নশীল দেশ নয়, উন্নত রাষ্ট্রে পরিণত হবো-প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য তুলে ধরে মতিয়া চৌধুরী আরো বলেন, বাংলাদেশ আজ সারাবিশ্বে ধান উৎপাদনে সপ্তম, সবজি উৎপাদনে তৃতীয়, মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয় এবং আম উৎপাদনে সপ্তম স্থানে রয়েছে। শেখ হাসিনা রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করছেন।

পানি বিদ্যুৎ আসছে, আবার একই সঙ্গে সৌরবিদ্যুৎও আসছে। এখন মহাকাশে স্যাটেলাইট পাঠানো হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ জলে, স্থলে, অন্তরীক্ষে-সব জায়গায় বাংলাদেশের পতাকা ওড়াতে সক্ষম হয়েছেন। পড়ালেখা, কৃষি, শিল্প-বাণিজ্য সবকিছুতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।  

সোমবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে নিজের নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের মরিচপুরান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সৌরবাতি (লণ্ঠন) বিতরণকালে মন্ত্রী এসব কথা বলেন।

কৃষি মন্ত্রী বলেন, ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমান মদ-জুয়া নিষিদ্ধ করেছিলেন। আর জিয়াউর রহমান বিসমিল্লাহ বলে মদের লাইসেন্স দিয়েছিলেন। ইয়ুথ কমপ্লেক্স চালু করে হাউজি, জুয়া আর নৃত্য চালু করেছিলেন। কম খরচে গরিব মানুষের পবিত্র হ্জ পালন করার জাহাজকে বানিয়েছিলেন প্রমোদতরী। আর তার ছেলে লন্ডনে বসে ক্যাসিনো চালিয়ে উপার্জন করে ষড়যন্ত্র করছেন।  

জামায়াত হচ্ছে মোনাফেকের দল। আর জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে বিএনপি ইসলামের সোল এজেন্সি নিয়েছে। ইসলামের নামে ধোকা দেওয়ার নাম জামায়াত, যোগ করেন মন্ত্রী।  

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, নির্বাচন সামনে। আমরা জনগণের পাশে যাব। কিন্তু যারা আগুন দেয়, ইলেকশন করে না, রেললাইন উপড়ে ফেলে, সরকারি সম্পদ নষ্ট করে, মানুষ তাদের গ্রহণ করবে না। ধাপ্পাবাজি কাকে বলে, প্রতারণা কাকে বলে- এটা তাদের দেখলে বোঝা যায়।

আজ খালেদা জিয়ার সাজা হয়েছে, কিন্তু আজ যে মামলায় তার সাজা হয়েছে, সে মামলা আমরা দেইনি। সে মামলা দিয়েছে তার পছন্দের লোক ইয়াজউদ্দিন-মঈন উদ্দিন সরকার। এতিমের টাকা মেরেছেন মামলা হয়েছে, এগার বছর তিনি এ মামলায় হাজিরা না দিয়ে শুধু তারিখ নিয়েছেন।

শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার (এসপি) আশরাফুল আজীম, কৃষি বিভাগের উপ-পরিচালক (ডিডি) আশরাফ উদ্দিন, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক প্রমুখ।

এদিন, মন্ত্রী নালিতাবাড়ী উপজেলার সাত ইউনিয়নের সব প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির প্রথম ২০ জন এবং কওমি, নুরানি ও হাফেজিয়া মাদ্রাসাসহ ১৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ২৩৭২টি সৌরবাতি বিতরণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।