ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কিশোরগঞ্জ জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদকের ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
কিশোরগঞ্জ জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদকের ওপর হামলা হামলার শিকার আনোয়ার হোসেন বাচ্চু। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে হামলার শিকার হয়েছেন জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু।

সোমবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে জেলা শহরের ডিজি ল্যাব নামে একটি ডায়াগনস্টিক সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।
 
আহত বাচ্চু ওই ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছেন।

ডিজি ল্যাবে আগত রোগীর স্বজন ও কয়েকজন প্রত্যক্ষদর্শী বাংলানিউজকে জানান, কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের সার ডিলার আবুল হাসেম চিকিৎসার জন্য তার ছেলে লিমনকে নিয়ে ডিজি ল্যাবে আসেন। এ সময় চিকিৎসকের সহকারীর সঙ্গে সিরিয়াল নিয়ে আবুল হাসেমের কথা কাটাকাটি হয়। তার হট্টগোল শুনে বাচ্চু দোতলা থেকে নেমে পরিস্থিতি শান্ত করার জন্য আবুল হাসেমকে বাইরে যেতে বলেন। এতে আবুল হাসেম ও তার ছেলে ক্ষিপ্ত হয়ে বাচ্চুকে কিল-ঘুষি মারেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যান।

বাচ্চু কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।  

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।