ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিটিতে পুলিশের বদলে শিশুরা থাকলে নির্বাচন সুষ্ঠু হতো

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
সিটিতে পুলিশের বদলে শিশুরা থাকলে নির্বাচন সুষ্ঠু হতো নাগরিক মানববন্ধনে বক্তব্যে দিচ্ছেন শামসুজ্জামান দুদু-ছবি-বাংলানিউজ

ঢাকা: গত সাতদিন ধরে কোমলমতি শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। তারা রাস্তায় গাড়ির লাইসেন্স দেখছে। তারা রাস্তায় শৃঙ্খলা চায়। গাজীপুর, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি নির্বাচনে পুলিশ না থেকে যদি এই  শিশু-কিশোররা থাকতো তাহলে নির্বাচন সুষ্ঠু হতো।

শনিবার (৪ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আদর্শ নাগরিক আন্দোলন আয়োজিত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা এবং  চলমান শিক্ষার্থীদের ন্যায়সংগত আন্দোলনে অব্যাহত হামলা-মামলার প্রতিবাদে নাগরিক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু একথা বলেন।

দুদু বলেন, গত কয়েকদিনে শিক্ষার্থীরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশের সার্বিক অবস্থা কতটা ভয়াবহ।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে দুদু বলেন, আজকেও সারাদেশে পাঁচজন মারা গেছে। এর জন্য দায়ী আপনার মন্ত্রী শাজাহান খান। আপনি তাকে পদত্যাগ করাতে পারছেন না। আজ এই লাইসেন্সবিহীন মানুষগুলোই মানুষ হত্যা করছে, এরা চাঁদাবাজি করছে, মানুষ খুন করছে।  

তিনি বলেন, আপনার সময় কমে আসছে। শিশু-কিশোরদের আন্দোলনে আজ মাথা খারাপ হয়ে গেছে, ছাত্ররা নামেনি, শ্রমিকরা নামেনি। তারা নামলে তখন কই যাবেন। তাই আপনাদের বলছি, সময় থাকতে খালেদা জিয়াকে মুক্তি দেন। অন্যথায় কিছুদিন পর নতুন সরকার আসবে তখন আপনাদের সব কিছুর হিসাব দিতে হবে।  

আয়োজক সংগঠনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে জাতীয় পার্টি(জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিঙ্কন, ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া, জিনাফের সভাপতি লায়ন মিয়া মোহাম্মাদ আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৮
এমএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।