ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সরকার ভিন্নমত সহ্য করে না: ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৮
সরকার ভিন্নমত সহ্য করে না: ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকাঃ  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই আমরা শিক্ষার্থীদের এই ন্যায়সঙ্গত যৌক্তিক আন্দোলনকে সমর্থন জানিয়েছি এবং যৌক্তিকভাবেই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সব বিষয়ে ব্যর্থতার জন্যে সরকারের পদত্যাগ দাবি করেছি।

শনিবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮ টায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।  


মির্জা ফখরুল বলেন, আমরা কখনোই কোনো সন্ত্রাসী কার্যকলাপে কাউকে উৎসাহ দেইনি এবং দেই না বরং সরকার ও সরকারদলীয় সন্ত্রাসীরা আজ যে ন্যাক্কারজনক সন্ত্রাসী কার্যকলাপ শিক্ষার্থীদের ওপর করেছে একইভাবে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী আক্রমণ চালিয়েছিল।

এটা তারই ধারাবাহিকতা।


তিনি বলেন, এই সরকার ভিন্নমত সহ্য করে না। সহ্য করতে পারে না। তারা অরাজনৈতিক ব্যক্তি এমনকি কোমলমতি শিশু-কিশোরদের ভয়ে তাদের আন্দোলনকে সহ্য করে না। জনগণের কাছে দায়বদ্ধ নয়, অগণতান্ত্রিক এমন সরকারের জন্য এটাই স্বাভাবিক।  

মির্জা ফখরুল আরও বলেন, বিষয়গুলো অত্যন্ত উদ্বেগজনক। আমরা খবর পাচ্ছি ঝিগাতলা, মিরপরসহ বিভিন্ন স্পটে ছাত্র-ছাত্রীদের ওপর দফায় হামলা করা হয়েছে। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলরত শিশু-কিশোরদের এই শান্তিপূর্ণ শিক্ষণীয় আন্দোলনের ওপর আওয়ামী সন্ত্রাসীরা অমানবিক আক্রমণ চালিয়ে শিশু-কিশোরদের মারাত্মকভাবে আহত করেছে। ছাত্ররা অভিযোগ করেছে যে, ধানমন্ডি আওয়ামী লীগ অফিস থেকে যুবলীগ-ছাত্রলীগ নিরস্ত্র ছাত্র-ছাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। পূর্ব পরিকল্পিতভাবেই এসব সন্ত্রাসীরা হেলমেট পড়ে আগ্নেয়াস্ত্র রাম-দা ও লাঠিসোটা নিয়ে কোমলমতি ছাত্রদের রক্তাক্ত ও গুরুতর যখম করেছে।  


তিনি বলেন, এই আন্দোলনকে শান্তিপূর্ণ এবং শিক্ষাণীয় বলছি এজন্য যে তারা কিন্তু গত কয়েকদিন ধরে সবাইকে শিক্ষা দিচ্ছিল কীভাবে সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণ করা যায়। ছাত্র-ছাত্রীদের এই শান্তিপূর্ণ আন্দোলন শুধুমাত্র তাদের নিরাপদ জীবনের জন্য, নিরাপদ সড়কের জন্য। তারা পুলিশকে শিক্ষা দিয়েছে কীভাবে নিয়মতান্ত্রিকতান্ত্রিক সড়ক নিয়ন্ত্রণ করা যায়।  

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের আন্দোলন নিয়ে করা মন্তব্যেরও সমালোচনা করেন ফখরুল।  

বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর অডিও কনভারসেশনের ব্যাপারে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটার আমি কোনো উত্তর দেব না। আমির খসরু সাহেব নিজেই উত্তর দিয়েছেন। পরে এ বিষয়ে কথা বলবো। আগেই বলেছি বিএনপিকে জড়ানোর প্রচেষ্টা আন্দোলনকে নস্যা‍ৎ করার জন্য।

সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, এমএ কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ ও সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ সময় : ২২৫০ ঘন্টা, আগস্ট ০৪, ২০১৮

এমএইচ/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।