ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঈদের পরে মাঠে নামার ঘোষণা নাগরিক সমাজের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৫ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
ঈদের পরে মাঠে নামার ঘোষণা নাগরিক সমাজের সমাবেশে নাগরিক সমাজের নেতারা। ছবি: বাংলানিউজ

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ-যুবলীগ হামলা চালিয়েছে। অন্য কোনো রাজনৈতিক দল নয়। অবশ্যই এখানে সরকারই তৃতীয়পক্ষ। অন্যকোনো রাজনৈতিক দল তৃতীয়পক্ষ নয় বলে দাবি করেছেন নাগরিক সমাজের নেতারা।

সোমবার (৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে উদ্বিগ্ন নাগরিক সমাজের উদ্যোগে ‘শিক্ষার্থীদের ওপরে নিপীড়নের প্রতিবাদ ও সংহতি’ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তারা এসব কথা বলেন।

সমাবেশে বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ডা. একিএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, আমাদের ছেলেদের ওপরে হামলা করা হচ্ছে।

আমি কী প্রতিবাদ করবো না? আমি একজন নাগরিক, বাবা-নানা হিসেবে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী? ভুলে যান আপনি প্রধানমন্ত্রী। আপনি তো একজন মা, নানি ও দাদি। আপনার সন্তানদের ওপরে হামলা করা হচ্ছে, কারা করছে? সরকারি দলের গুণ্ডারা করছে। আর পুলিশ দাঁড়িয়ে আছে!

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, কিশোররা সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমরা কী চাই এবং কী করতে পারি। তারা দেখিয়ে দিয়েছে, সমস্যার মূল জায়গা। আজকে এদিনে শপথ নেওয়ার দিন, রাষ্ট্রকে আমরা মেরামত করতে চাই। যেমনটা কিশোররা করেছে।

তিনজনের নেতৃত্বে ঈদের পরে আমরা সবাই নামবো জানিয়ে মান্না বলেন, ঈদের পরে মাঠে নামবো। জবাব চাইবো। বদরুদ্দোজা চৌধুরী, ড. কামাল ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আমরা মাঠে নামবো।

সভাপতির বক্তব্যে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ জনের মৃত্যু হয়। নয়দিন আগে সড়কে নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে প্রধানমন্ত্রী ২০ লাখ করে টাকা দিয়েছেন, ভালো কথা। এজন্য আমরা কৃতজ্ঞতা জানাই।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, সড়ক হয়ে উঠছে হত্যাযজ্ঞের কেন্দ্র। কারণ বাস ছেড়ে দেওয়া হয়েছে নেশাগ্রস্ত চালকদের হাতে।

শিক্ষার্থীদের আন্দোলনে তৃতীয়পক্ষ প্রবেশ করেছে- প্রধানমন্ত্রীর এ বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, তৃতীয়পক্ষ ছাত্রলীগ-যুবলীগ। অন্য কোনো রাজনৈতিক দল নয়। সুতরাং অবশ্যই তৃতীয়পক্ষ সরকার পক্ষের লোক।

গণস্বাস্থ্য বোর্ডের সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. আসিফ নজরুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কল্যাণপার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ প্রমুখ

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।