ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

দেশের পরিস্থিতি কূটনীতিকদের জানালো বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৮
দেশের পরিস্থিতি কূটনীতিকদের জানালো বিএনপি

ঢাকা: ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির সিনিয়র নেতারা। বৈঠকে দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি, তিন সিটির নির্বাচন, খালেদা জিয়ার কারাবাস, আগামী জাতীয় সংসদ নির্বাচন কীভাবে হবে সেসব বিষয়ে আলোচনা হয়েছে।

মঙ্গলবার (৭ আগস্ট) সোয়া ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে শেষ হয় সোয়া ৫টায়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে বলেন, বৈঠক হয়েছে, তবে কি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে আমি কিছু জানি না।

বৈঠকে উপস্থিত কয়েকজন বিএনপি নেতাকে ফোন কল দিলেও তারা রিসিভি করেননি।  

জানা যায়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ওপর হামলার চিত্র, সদ্য অনুষ্ঠিত সিটি নির্বাচনে সংঘটিত অনিয়মগুলো লিখিত আকারে কূটনীতিকদের অবহিত করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, অ্যাডভোকেট ফাহিমা মুন্নী, নির্বাহী কমিটির সদস্য জেবা খান, তাবিথ আউয়াল, ব্যারিস্টার মীর হেলালউদ্দীন প্রমুখ।

বৈঠকে কূটনীতিকদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া, নরওয়ে, সুইজারল্যান্ড, স্পেন, কুয়েত, পাকিস্তানসহ ১৩টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

এর আগে গত ১২ জুলাই রাজধানীর গুলশানের একটি হোটেলে গোলটেবিল আলোচনায় বিদেশি কূটনীতিকদের ডেকে দেশের মানবাধিকার পরিস্থিতির ওপর নির্মিত ‘প্রামাণ্যচিত্র’ দেখায় বিএনপি। ওইদিন সন্ধ্যায় আয়োজিত ‘রাইট টুলাইফ, এ ফার ক্রাই ইন বাংলাদেশ: ২০০৯- জুন ২০১৮’ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

অনুষ্ঠানের শুরুতেই প্রায় ২০ মিনিট ধরে প্রজেক্টরের মাধ্যমে ‘প্রামাণ্যচিত্র’ প্রদর্শন করা হয়।  
 
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৮
এমএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।