ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জনগণ যাদের ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৮
জনগণ যাদের ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে বক্তব্য রাখছেন মাহবুব-উল-আলম হানিফ। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া:  আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন দেশের সব ক্ষমতার মালিক জনগণ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যাদের ভোট দেবে তারাই ক্ষমতায় আসবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, নির্বাচনে কে আসল আর কে না আসল তার জন্য নির্বাচন থেমে থাকবে না।

বুধবার (০৮ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

হানিফ আরো বলে, আন্দোলন ও বিদেশিদের কাছে নালিশ করে খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না।

এতিমের টাকা মেরে খাওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জেল দিয়েছেন আদালত। একমাত্র আদালতই পারেন তাকে মুক্তি দিতে।  

স্মার্ট জাতীয় পরিচয়পত্র উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার জেলা প্রশাসক জহির রায়হান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, পৌর মেয়র আনোয়ার আলী, জেলা নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।