ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি এখন পরগাছা রাজনৈতিক দলে পরিণত হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
বিএনপি এখন পরগাছা রাজনৈতিক দলে পরিণত হয়েছে

মাদারীপুর: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি এখন পরগাছা রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দেশে বিভিন্ন সময়ে অন্যদের আন্দোলনে ঢুকে তারা শুধু উসকানি দেয়। 

বিএনপি নেতা আমির খসরু মোবাইল ফোনে ছাত্রদের নিরাপদ সড়ক চাই আন্দোলনে যে ষড়যন্ত্র করেছেন তা আজ প্রমাণ হয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

বৃহস্পতিবার (৯ আগস্ট) সকালে মাদারীপুর জেলা পরিষদ হল রুমে জেলা পরিষদের উদ্যোগে ২২৮ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে পাঁচ লাখ সাত হাজার টাকা বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, হেফাজতের আন্দোলন থেকে শুরু করে, কোটা আন্দোলন এমনকি বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা নিয়ে শেখ হাসিনা সরকার পতনের চেষ্টা চালাচ্ছিল বিএনপি, যা কখনওই বাস্তবায়ন হবে না।  

দেশে যে সব আন্দোলন হয়, লন্ডনে বসে তারেক রহমান সেগুলোর নেতৃত্ব দেন, এমনকি অর্থ যোগানও দিয়ে থাকেন, যোগ করেন মন্ত্রী।  

বিএনপি বিভিন্ন ইস্যু নিয়ে মিথ্যাচার করে দাবী করে শাজাহান খান আরো বলেন, হেফাজতের আন্দোলনে বিএনপি বলেছিল, শেখ হাসিনা সরকার দুই হাজার মানুষ হত্যা করেছে। যা শুধুই মিথ্যাচার ছিল।

বাংলাদেশে স্বাধীনতা বিরোধীরা কেউ যেন আর না দাঁড়াতে পারে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বানও জানান মন্ত্রী।

মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৮
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।