ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আড়াইহাজারে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৮
আড়াইহাজারে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বিবিরকান্দি গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ আগস্ট) সকালে সাড়ে ৯টায় এ সংঘর্ষ শুরু হয়। এরপর থেমে থেমে আড়াই ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

 

আহতরা হলেন- মনির গ্রুপের সোহেল, সাইদুল, সপন, বেদেন এবং সুন্দর আলী গ্রুপের রুবেল। এদের মধ্যে গুরুতর আবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ সমর্থিত মনির গ্রুপের ইয়াছিনের সঙ্গে বিএনপি সমর্থিত সুন্দর আলী গ্রুপের বিল্লালের কথা কাটাকাটি হয়। ওই সময়ে বিল্লাল ইয়াছিনকে মারধর করার হুমকি দিলে ইয়াছিন ও তার লোকজনেরা বিল্লালকে কুপিয়ে জখম করে।

এরপর সুন্দর আলী গ্রুপের সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে মনির গ্রুপের ওপর পাল্টা হামলা চালায়। এতে মনির গ্রুপের চারজন এবং সুন্দর আলী গ্রুপের একজন আহত হন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।