ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচন বানচালের ঐক্য হলে ছাড় দেওয়া হবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
নির্বাচন বানচালের ঐক্য হলে ছাড় দেওয়া হবে না বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ/ছবি: বাংলানিউজ

ঢাকা: নির্বাচনে কয়েকটি দল ঐক্য করতে পারে। কিন্তু নির্বাচন বানচাল কিংবা জ্বালাও-পোড়াও করতে কোনো দলের ঐক্য করা হলে তাদের ছাড় দেওয়া হবে না। তাদের দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার (২৮ আগস্ট) বিকেলে রাজধানীর মতিঝিলে জাতীয় শোক দিবসের প্রাসঙ্গিকতা এবং বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন হবে৷ নির্বাচন হবে সংবিধান অনুসারে।

নির্বাচনকালীন সরকার শুধু দৈনন্দিন কাজ করবে৷ সব দলই নির্বাচনে অংশ নিবে এটাই আমাদের প্রত্যাশা। নির্বাচনকে সামনে রেখে কয়েকটি দল ঐক্য করছে। ঐক্য করতেই পারে। কিন্তু ঐক্যের নামে নির্বাচনকে যদি বানচাল করার চেষ্টা করা হয় তা মেনে নেওয়া হবে না। এটা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
নির্বাচন বানচাল করার ক্ষমতা কারো নেই। নির্বাচনের মাধ্যমে দল সংগঠিত হয়।

বিএনপিকে উদ্দেশ্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচন বানচাল করার ক্ষমতা কারো নেই। একাদশ নির্বাচনে সব দল অংশগ্রহণ নেবে। কিন্তু সেই নির্বাচনে কেউ করবে না এলে তাদের অবস্থা হবে মাওলানা ভাষানীর ন্যাপের মতো, তাদেরও বাটিচালান দিয়েও খোঁজে পাওয়া যায় না।  

তোফায়েল আহমেদ বলেন, দেশে এখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আগামী নির্বাচনের সময় স্বাভাবিক রাখা হবে। কিন্তু সেই সময়ে জ্বালাও-পোড়াও করে অস্থিতিশীল করতে চাইলে, তা হতে দেওয়া হবে না।  

এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, সাবেক রাষ্ট্রদূত ও সচিব আব্দুল হান্নান প্রমুখ।

এফবিসিসিআই আয়োজিত সভায়  মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৮
এমএফআই/এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।