ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজু হত্যাকারীদের গ্রেফতার দাবিতে সিলেটে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
রাজু হত্যাকারীদের গ্রেফতার দাবিতে সিলেটে মানববন্ধন সিলেটে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

সিলেট: মহানগর ছাত্রদলের সাবেক সহ প্রচার সম্পাদক ফয়জুল হক রাজুর হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সিলেট জাতীয়তাবাদী পরিবার।

বুধবার (২৯ আগস্ট) দুপুরে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজুর খুনীরা কোনো দলের নয়।

তাদের হাতে কেউ নিরাপদ নয়। সিটি নির্বাচনে বিএনপির বিজয় প্রাক্কালে খুন করে প্রমাণ করলো তারা সরকারের এজেন্ট হিসেবে দলের মধ্যে ঘাপটি মেরে রয়েছে। তাই খুনীদের দ্রুত গ্রেফতার করতে প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়। সেই সঙ্গে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলের কেন্দ্রীয় নেতাদের প্রতিও দাবি উত্থাপন করেন।

বক্তারা আরও বলেন, রাজু ছিলেন সিলেটে ছাত্রদলের পরিচ্ছন্ন কর্মী। রাজু
সিলেট ছাত্রদলের অযোগ্য কমিটির বিরুদ্ধে সোচ্ছার ছিলেন। যেকারণে স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে তাকে হত্যা করে।
কিন্তু হত্যাকাণ্ডের ২০ দিন পেরিয়ে গেলেও এখনও আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অথচ আসামিরা অবাধে চলাফেরা করছে। বক্তারা রাজু হত্যাকারীদের গ্রেফতারে কোনো টালবাহানা সহ্য করা হবে না বলেও প্রশাসনের প্রতি সতর্কবাণী দেন। অন্যথায় সিলেট জাতীয়তাবাদী পরিবার জনতাকে সঙ্গে নিয়ে তুমুল আন্দোলনের ডাক দেবে।

নগর ছাত্রদলের সহ সভাপতি (পদত্যাগকারী) সুহেল রানার সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক (পদত্যাগকারী) সুহেল ইবনে রাজা ও মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাকিলুর রহমান শাকিলের যৌথ পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক, জেলা বিএনপির দফতর সম্পাদক অ্যাডভোকেট ফখরুল ইসলাম, সহ ছাত্র বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মিফতাউল কবির মিফতা, জেলা জাসাস’র সহ সভাপতি রাসেল আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজ হোসেন আজিজ, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি অর্পণ ঘোষ, শাহীন আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, জেলা ছাত্রদলের সহ সভাপতি (পদত্যাগকারী) নজরুল ইসলাম, এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বদরুল আজাদ রানা, সাবেক যুগ্ম সম্পাদক দেওয়ান রেজওয়ান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৮
এনইউ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।