ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রুপগঞ্জে বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
রুপগঞ্জে বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রুপগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমসহ ২৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। এতে অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ আগস্ট) দেশের সার্বভৌমত্ব নষ্টে গোপন বৈঠকের অভিযোগ এনে রুপগঞ্জ থানায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করা হয়।

রুপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

তিনি মামলায় উল্লেখ করেছেন, বুধবার (২৯ আগস্ট) দুপুর ৩টায় রুপগঞ্জ থানার যাত্রামুড়া সাকিনস্থ ঢাকা-সিলেট মহাসড়কের রাস্তার পাশে সোনালী পেপার মিলের গেট সংলগ্ন এলাকায় আসামিরা দেশের সার্বভৌমত্ব নষ্টে গোপন বৈঠকে মিলিত হয় এবং অপরাধ ঘটানোর লক্ষ্যে ককটেলের বিস্ফোরণ ঘটায়। সেখান থেকে দু’টি ককটেলও অবিস্ফোরিত অবস্থায় জব্দ করা হয়।

মামলার আসামিরা হলেন- সামসুল আলম খান বেনু (৬৫), নাসির উদ্দিন মোল্লা (৪৮), আলাউদ্দিন (৩৩), আমির হোসেন (৩৫), মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু (৪২), মাহবুবুর রহমান (৪৫), আনোয়ার সাদাত সায়েম (৪৮), আহাদ কাজী (৪২), নূর মোহাম্মদ ( ৪৫), লিপন (৪০), মতিন ভূঁইয়া (৫০), মামুন ভূঁইয়া (৩০), হাসান খান (৩২), শফিকুল ইসলাম স্বপন (৪২), আল আমিন মিয়া (৩৯), আলী আকবর (৫২), হাবিবুর রহমান (৪৪), আব্দুল্লাহ (৩৮), সেলিম (৩৫), ওয়াসিম ভূঁইয়া (৩৫), কাইয়ুম খান (৫০), নয়ন (৪০), হাবিবুর (২৩), রুবেল ভূঁইয়া, রমজান খান (৪৮), আজিজুল হক (৪৩), নজরুল মিয়া (৪৯), নাসিরউদ্দিন (৫০) ও রিপন (৩৮)সহ অজ্ঞাত আরও ২০/২৫ জন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।