ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অবিলম্বে খালেদার মুক্তি দিতে হবে: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
অবিলম্বে খালেদার মুক্তি দিতে হবে: রিজভী নয়াপল্টনে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী-ছবি-শাকিল আহমেদ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন বার বার বাধাগ্রস্ত করছে সরকার। তিনি একের পর এক মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও আবার তা নানা কায়দায় আটকে দিচ্ছে সরকার। তবে যতই ষড়যন্ত্র ও অপচেষ্টা করুক না বর্তমান সরকারকে এবার বিদায় নিতেই হবে, অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।

রোববার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় নয়াপল্টনে দলীয় অফিসে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী একথা বলেন।

খালেদা জিয়ার জামিনে সরকার হস্তক্ষেপ করবে না-ওবায়দুল কাদেরের এই বক্তব্য প্রত্যাখান করে তিনি বলেন, সরকারের নির্দেশেই খালেদা জিয়া কারাগারে আটকে আছেন।

তিনি সুবিচারে নয়, প্রতিহিংসামূলক সরকারি বিচারে কারাবন্দি।

রিজভী বলেন, ওবায়দুল কাদেরের বক্তব্য গ্রহণযোগ্য নয়। জনগণ আওয়ামী লীগের বক্তব্য প্রত্যাখান করেছে। জনসভায় বিপুল মানুষের সমাগমেই প্রমাণিত হয়েছে জনগণ এ সরকারকে আর চায় না।  

সংবিধান অনুযায়ী নির্বাচন হবে আওয়ামী লীগ নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, সংবিধান তো পরিবর্তন করেছেন আপনারা। আজীবন ক্ষমতায় থাকার জন্য ত্রয়োদশ সংশোধনী আইন বাতিলের মাধ্যমে আপনারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন।

যতই ষড়যন্ত্র ও অপচেষ্টা করুন না কেন আপনাদের এবার বিদায় নিতেই হবে দাবি করে তিনি বলেন, সরকারকে পদত্যাগ করে সংসদ ভেঙে নির্বাচন দিতে হবে। নির্বাচনে সেনা মোতায়েন করতে হবে। নির্বাচন নিয়ে সংবিধানের দোহাই দিয়ে কোনো গড়িমসি চলবে না। জনগণের ভোট জনগণ দিতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের কোনো বিকল্প নেই। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন জনগণ হতে দেবে না।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে নীল নকশা বন্ধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পৃথিবীর অন্য স্বল্প সংখ্যক দেশে যারা ইভিএম চালু করেছিল তারাও এ পদ্ধতি নিষিদ্ধ করেছে। অথচ সব প্রতিবাদ উপেক্ষা করে কেন এ গণবিরোধী সরকার ইভিএম মেশিন দিয়ে ভোট করতে চায়, সেটি এখন জনগণ টের পেয়ে গেছে।

শনিবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার, বাড়িতে-বাড়িতে হানা ও কর্মসূচিস্থলে আসার পথে ব্যাপকভাবে বাধা দিয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ঢাকার বিশাল জনসমাবেশে আসার সময় পথে গাড়ি আটকে দিয়ে নেতাকর্মীদের নামিয়ে দেওয়া হয়েছে এবং ঢাকার প্রবেশপথে বিএনপি নেতাকর্মীদের বহনকারী যানবাহনকেও সমাবেশস্থলে ঢুকতে দেওয়া হয়নি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১৮
এমএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।