ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নড়াইলকে সুন্দর-আধুনিক করে সাজাতে চাই: মাশরাফি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
নড়াইলকে সুন্দর-আধুনিক করে সাজাতে চাই: মাশরাফি

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়াই করতে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এসময় তিনি জানিয়েছেন, নড়াইলকে সুন্দর ও আধুনিক করে সাজাতে চান তিনি।

রোববার (১১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ ওবায়দুল কাদেরের হাত থেকে মনোনয়ন ফরম কেনেন মাশরাফি।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি এবং মাশরাফির শুভানুধ্যায়ীরা।

মনোনয়নপত্র কেনার পর মাশরাফি বলেন, নৌকার বিজয় নিশ্চিত করে নড়াইলকে সুন্দর আধুনিক করে সাজাতে চাই।

ধানমন্ডিতে মনোনয়নপত্র কিনতে আসার আগে মাশরাফি গণভবনে গিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করে তার দোয়া নেন।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
ইএআর/এইচএ/

** মাশরাফির পাশে থাকবে নড়াইল আ’লীগ
** মনোনয়নপত্র কিনলেন মাশরাফি
** মনোনয়ন কেনার আগে প্রধানমন্ত্রীর দোয়া চেয়ে এলেন মাশরাফি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।