ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেষদিনে আ’লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
শেষদিনে আ’লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু ওবায়দুল কাদেরের কাছ থেকে মনোনয়ন ফরম নিচ্ছেন ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল-ছবি-বাংলানিউজ

ঢাকা: একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে চতুর্থদিনের মতো দলীয় মনোনয়ন বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। সোমবার (১২ নভেম্বর) সকালে ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সাংগঠনিক সম্পাদক ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল-এর মনোনয়ন ফরম জমার মধ্য দিয়ে বিতরণ ও জমা কার্যক্রমের উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দলের ঘোষণা অনুযায়ী সোমবর সন্ধ্যা ৬টার মধ্যে শেষ হচ্ছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বিতরণ ও জমার কার্যক্রম। এরপর ১৪ নভেম্বর মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলবেন দলীয় প্রধান শেখ হাসিনা।

এরপর মনোনয়ন বোর্ডে চূড়ান্ত হবে কে মনোনয়ন পাচ্ছেন। এরইমধ্যে প্রায় ৪ হাজারের বেশি ফরম বিতরণ হয়েছে। সংস্কৃতি অঙ্গন থেকে শুরু করে বিভিন্ন পেশার জনপ্রিয় ব্যক্তিরা এবার সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার দৌড়ে আছেন। বাদ যাননি বাংলাদেশ ক্রিকেটের দলনেতা মাশরাফি বিন মতুর্জাও।

এছাড়া অভিনেতা, অভিনেত্রী তো আছেনই। গত শুক্রবার (৯ নভেম্বর) আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন বিতরণের মধ্য দিয়ে শুরু হয় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন  বিতরণ ও জমার কার্যক্রম।

সোমবার সকালে অন্যদিনের তুলনায় ভিড় কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফরম জমাদানকারীদের ভিড় বাড়ছে।

আওয়ামী লীগের মনোনয়ন যারাই নিচ্ছেন প্রত্যেকে মনোনয়ন পাওয়ার ব্যপারে আশাবাদী। তবে যেহেতু বিএনপিসহ সব রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে তাই এবার দলের সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থীকেই বেছে নেবে দল এমনটাই প্রত্যাশা মনোনয়ন প্রত্যাশীদের।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এসএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।