ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু না হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
নির্বাচনের পরিবেশ সুষ্ঠু না হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র নিচ্ছেন মির্জা ফখরুল-ছবি-ডি এইচ বাদল

ঢাকা: নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত কিছুই নেই। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি না হলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হবো।

সোমবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে একথা বলেন।  

এর আগে দুর্নীতি মামলায় সাজা পেয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তিনি মনোনয়নপত্র কেনেন।

এর মধ্য দিয়ে বিএনপির মনোনয়নপত্র বেচা-কেনা শুরু হয়েছে।

ফরম বিক্রি শুরুর পরে মির্জা ফখরুল বলেন, দেশের বৃহত্তর স্বার্থে গণতান্ত্রিক পন্থায় নির্বাচনে অংশ নিয়েছি। নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে বিদায় করার জন্যই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। এর মধ্যে দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করবো এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনবো। খালেদা জিয়ার জন্য আমি নিজে ফরম নিয়েছি।

এরপর ঠাকুরগাঁও-১ আসনের জন্য মনোনয়নপত্র কেনেন মির্জা ফখরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এমএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।