ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পেশাজীবীদের মনোনয়ন দৌড়ে এগিয়ে শাহ নওয়াজ!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
পেশাজীবীদের মনোনয়ন দৌড়ে এগিয়ে শাহ নওয়াজ! প্রফেসর ড. এম, শাহ নওয়াজ আলী

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ক্ষমতসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে পেশাজীবীদের বড় একটি অংশ মনোনয়ন সংগ্রহ করেছেন। এদের মধ্যে চিকিৎসকদের সংখ্যাই বেশি। রয়েছেন প্রকৌশলী, অভিনেতা, অভিনেত্রী, খেলোয়াড়, সাংবাদিক, শিক্ষক, আইনজীবী।

রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে মনোনয়ন চান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য (ইউজিসি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের সাবেক আহ্বায়ক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. এম. শাহ নওয়াজ আলী।

এ আসনের বর্তমান সংসদ সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক।

পেশাজীবী পরিচ্ছন্ন মানুষ হিসেবে নওয়াজ আলী এলাকায় গ্রহণযোগ্যতা রয়েছে বলে জানান তার সমর্থকরা।

এবার পেশাজীবীদের মধ্যে থেকে মনোনয়নপত্র কিনেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, ডা. প্রাণ গোপাল দত্ত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি অধ্যাপক কামরুল হাসান খান প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী এবার পেশাজীবীদের মধ্যে যাদের জনপ্রিয়তা রয়েছে তাদের মনোনয়ন পাওয়ার জোড় সম্ভাবনা রয়েছে।

সোমবার (১২ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপের হাতে মনোনয়নপত্র জমা দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রফেসর ড. এম, শাহ নওয়াজ আলী বলেন, পেশাগত কারণে জীবনের বেশির ভাগ সময় কেটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রংপুরের বদরগঞ্জ-তারাগঞ্জের মানুষের পাশে থাকতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করতাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃপায় জীবনে অনেক মূল্যায়ন পেয়েছি।  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে রংপুর-২ আসনে মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী বলেও জানান শাহ নওয়াজ।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
এসএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।