ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

উল্লাপাড়ায় জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
উল্লাপাড়ায় জামায়াত নেতা গ্রেফতার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন জামায়াতের আমির জহুরুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার চড়ুইমারি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জহুরুল কয়ড়া চরপাড়া গ্রামের বাসিন্দা।

উল্লাপাড়া মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম মোস্তফা এতথ্য নিশ্চিত করে বাংলানিজকে জানান, গত ১ অক্টোবর পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ জামায়াত নেতা ছিনতাই মামলার অন্যতম আসামি জহুরুল ইসলাম।  

এছাড়াও তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চড়ুইমারি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত ১ অক্টোবর অন্তত ২০টি নাশকতা মামলার আসামি উপজেলা জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদকে কয়ড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় আজাদের নিকটাত্মীয় স্থানীয় আওয়ামী লীগ সাইফুল ইসলাম খোকার নেতৃত্বে আওয়ামী লীগ ও জামায়াতের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি জহুরুল।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।