ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খালেদার আসনে সাক্ষাৎকার দিলেন মিন্টুসহ ১৩ জন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
খালেদার আসনে সাক্ষাৎকার দিলেন মিন্টুসহ ১৩ জন

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফেনী-১ আসনে মনোনয়ন পাওয়ার আশায় সাক্ষাৎকার দিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, আমেরিকা প্রবাসী আবুল কাশেম বুলবুলসহ ১৩ জন।

মঙ্গলবার (২০ নভেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপাসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট জেলার সাক্ষাৎকার নেওয়া হয়।  

আলোচিত ফেনী-১ আসনটি দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার জন্য রিজার্ভ থাকলেও এবার দলের নেতারা অনেকেই মনোনয়ন চাচ্ছেন।



জানা গেছে, তাদের সবার ধারণা খালেদা জিয়া যদি নির্বাচনে অংশ নিতে না পারেন তাহলে আসনটি যদি পাওয়া যায়। এমন প্রত্যাশা থেকেই তারা মনোনয়ন দৌড়ে শামিল হয়েছেন।

এ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ছাড়াও যারা সাক্ষাৎকার দিয়েছেন তারা হলেন- আমেরিকা প্রবাসী আবুল হাসেম বুলবুল, ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি  নূর আহমেদ মজুমদার, সাবেক যুবদল নেতা মশিউর রহমান খোকন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদের পক্ষে তার স্ত্রী (তিনি জেলে রয়েছেন), অ্যাডভোকেট আমিনুল হক, ভিপি স্বপন, আনোয়ারুন নবী বাবলা, মাহতাব উদ্দিন মিনার, ব্যারিস্টার আনোয়ার হোসেন, নুর নবী ভূইয়া, মানিক ও রফিকুল আলম মজনু।  

প্রবাসী আবুল হাসেম বুলবুল বলেন দীর্ঘ দিন প্রবাসে থেকে দলের জন্য কাজ করেছি। খালেদা জিয়া যদি নির্বাচন না করেন তাহলেই আমি এ আসনে নির্বাচন করবো। আর চেয়ারপারসন যদি নির্বাচন করেন তাহলে নির্বাচন করার প্রশ্নই আসে না।

এছাড়াও সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে ফেনী-২ ও ৩ আসনের।  

ফেনী-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল লতিফ জনি বাংলানিউজকে বলেন, দলের মনোনয়ন বোর্ডে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা বলেছেন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খালেদা জিয়ার মুক্তি ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য যে পরিবেশ দরকার সেটা ফিরিয়ে আনার লক্ষ্যে আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে যাচ্ছি।  

দুপুরে গুলশান কার্যালয়ে মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার শেষে বাইরে এসে তিনি একথা বলেন।  

তিনি বলেন, এ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার জন্য দিক নির্দেশনা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।  

মনোনয়ন পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী জানতে চাইলে জনি বলেন, আমার নির্বাচনী আসন ফেনী-৩, আমার বিশ্বাস দল সবার কাছে গ্রহণযোগ্য দলের প্রতি বিশ্বস্ত এবং দীর্ঘ দিনের পরীক্ষিত যোগ্য ব্যক্তিকে মনোনয়ন দেবে।  

তিনি বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন জনগণই সব ক্ষমতার উৎস। এ জনগণই বিএনপিকে বারবার ক্ষমতায় এনেছে। আমরা বিশ্বাস করি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ থাকলে এবং জনগণ ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পেলে এবারও জনগণ দলের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করবে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
এমএইচ/এমএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।