ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মনোনয়ন পেতে গোপালপুর উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
মনোনয়ন পেতে গোপালপুর উপজেলা চেয়ারম্যানের পদত্যাগ 

টাঙ্গাইল: জাতীয় একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু। 

শুক্রবার (২৩ নভেম্বর) বিকেলে বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (২২ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানান তিনি।

 

দলীয় সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়নপ্রত্যাশী। মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের সময় দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়রদের মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়ে দেন। এর পর মনোনয়ন লাভের আশায় ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু উপজেলা পরিষদ চেয়ারম্যান থেকে পদত্যাগ করে নতুন করে দলীয় মনোনয়ন লাভের চেষ্টা করছেন।  

এ আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির, বর্তমান এমপি খন্দকার আসাদুজ্জামানের ছেলে মশিউজ্জামান রোমেল, মুক্তিযুদ্ধের সংগঠক নুরুন্নবীসহ ১৩ জন দলীয় মনোনয়ন চাইছেন।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।