ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চোখে সর্ষে ফুল দেখছেন অর্থ প্রতিমন্ত্রী!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
চোখে সর্ষে ফুল দেখছেন অর্থ প্রতিমন্ত্রী! গোলটেবিল বৈঠকে অতিথিরা-ছবি-বাংলানিউজ

ঢাকা: আগামী একাদশ সংসদ নির্বাচন নিয়ে জটিল পরিস্থিতিতে রয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন ‘কয়েকদিন পরেই একটা নির্বাচন। এই নির্বাচন কিভাবে মোকাবিলা করবো সেটা নিয়েই বেশি চিন্তিত। কাজেই মাথায় যেটুক জায়গা আছে এই মুহূর্তে নির্বাচন নিয়ে টগবগ করছে। আমি খালি সর্ষের ফুল দেখছি, ভোটের সর্ষে ফুল।’

শনিবার (২৪ নভেম্বর) দুপুরে সোনারগাঁও হোটেলে আইপিডিসির সহযোগিতায় বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশে সাপ্লাই চেইন ব্যবস্থাপনার প্রতিকূলতা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।

এছাড়া ছিলেন বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক কাজী মো. আমিনুল ইসলাম ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
 
প্রতিমন্ত্রী উপস্থিত সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘কি জানি কি হয়, জানি না। তবে ভালো কিছু যেন হয় সেই দোয়া করবেন। ’
 
আলোচনার বিষয়বস্তু সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, সারাবিশ্বেই বেসরকারি খাত এগিয়ে রয়েছে। আমাদের এখানেও তাই। আমাদের সরকারের পরিকল্পনা কিভাবে এই খাতকে আরও এগিয়ে নেওয়া যায়। সেজন্য আমাদের যতটুক সহযোগিতা প্রয়োজন সেটা করবো। আমাদের কাজ বেসরকারি খাতে অক্সিজেন দেওয়া।
 
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
এসএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।