ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বরিশাল বিভাগে আ’লীগের মনোনয়ন পেলেন যারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
বরিশাল বিভাগে আ’লীগের মনোনয়ন পেলেন যারা ফটো: বাংলানিউজ গ্রাফিকস

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য বরিশাল বিভাগের ছয়টি জেলার বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এবং ধানমন্ডিতে আওয়ামীলীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে এ চিঠি দেওয়া শুরু হয়।
 
মনোনয়ন নিয়ে বের হওয়া নেতারা বলছেন, যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে।

পড়ুন>> খুলনা বিভাগে আ’লীগের মনোনয়ন পেলেন যারা
 
শেষ খবর পাওয়া পর্যন্ত আবুল হাসনাত আবদুল্লাহ্ (বরিশাল-১), অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস (বরিশাল-২), পংকজ নাথ (বরিশাল-৪), জেবুন্নেছা আফরোজ ও কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম (বরিশাল-৫), ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও মো. জাহাঙ্গীর কবির  (বরগুনা-১), শওকত হাচানুর রহমান (রিমন) (বরগুনা-২), খোন্দকার শামসুল হক ও আ স ম ফিরোজ (পটুয়াখালী-২), আ খ ম জাহাঙ্গীর হোসাইন ও এস এম শাহজাদা সাজু (পটুয়াখালী-৩), মহিব্বুর রহমান মহিবকে (পটুয়াখালী-৪) মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে।  

আর তোফায়েল আহমেদ (ভোলা-১), আলী আজম (ভোলা-২), নুরুন্নবী চৌধুরী শাওন (ভোলা-৩), আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (ভোলা-৪),বজলুল হক হারুন (ঝালকাঠি-১), আমির হোসেন আমু (ঝালকাঠি-২), শ ম রেজাউল করিমও (পিরোজপুর-১) পেয়েছেন চিঠি।  

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
এসই/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।