ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাপার মনোনয়ন তালিকাও চূড়ান্ত, প্রকাশ বিকেলে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
জাপার মনোনয়ন তালিকাও চূড়ান্ত, প্রকাশ বিকেলে ফটো: বাংলানিউজ গ্রাফিকস

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছে জাতীয় পার্টি (জাপা)। সোমবার (২৬ নভেম্বর) বিকেলে পার্টির বনানী কার্যালয় থেকে মনোনয়নের চিঠি দেওয়া হবে প্রার্থীদের। 

এরই মধ্যে কোনো কোনো হেভিওয়েট প্রার্থী মনোনয়নের চিঠি পেলেও অনেকে তা পাওয়ার অপেক্ষায় রয়েছেন। তবে বিভিন্ন সূত্রে জাপার মনোনয়ন পাওয়া প্রার্থীদের তালিকা পেয়েছে বাংলানিউজ

 

এবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে জাপা। সোমবার বিকেলে মহাজোটের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে সম্প্রতি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  

এদিকে জাপা নেতারা বলছেন, রোববার (২৬ নভেম্বর) মহাজোটের সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পর সোমবার মনোনয়ন পাওয়া প্রার্থীদের চিঠি দেওয়া হবে।  

জাপার মনোনয়ন পাওয়ার তালিকায় রয়েছেন- মো. শওকত চৌধুরী (নীলফামারী-৪), মশিউর রহমান রাঙ্গা (রংপুর-১), হুসেইন মুহম্মদ এরশাদ (রংপুর-৩), এ কে এম মোস্তাফিজুর রহমান (কুড়িগ্রাম-১), পনির উদ্দিন আহমেদ (কুড়িগ্রাম-২), ড. আক্কাস আলী (কুড়িগ্রাম-৩), শরিফুল আলম জিন্নাহ (বগুড়া-২), নূরুল ইসলাম তালুকদার (বগুড়া-৩), মো. নুরুল ইসলাম ওমর (বগুড়া-৬), মুহাম্মদ আলতাফ আলী (বগুড়া-৭), এ বি এম রুহুল আমিন হাওলাদার (পটুয়াখালী-১), নাসরিন জাহান রত্না (বরিশাল-৬), রওশন এরশাদ (ময়মনসিংহ-৪), সালাহ উদ্দিন আহমেদ মুক্তি (ময়মনসিংহ-৫), ফখরুল ইমাম (ময়মনসিংহ-৮), মো. মুজিবুল হক (কিশোরগঞ্জ-৩), সৈয়দ আবু হোসেন বাবলা (ঢাকা-৪), কাজী ফিরোজ রশীদ (ঢাকা-৬), হুসেইন মুহম্মদ এরশাদ (ঢাকা-১৭), লিয়াকত হোসেন খোকা (নারায়ণগঞ্জ-৩), এ কে এম সেলিম ওসমান (নারায়ণগঞ্জ-৫), পীর ফজলুর রহমান (সুনামগঞ্জ-৪), ইয়াহিয়া চৌধুরী (সিলেট-২), সেলিম উদ্দিন (সিলেট-৫), মোহাম্মদ আবদুল মুনিম চৌধুরী (হবিগঞ্জ-১)।  

এছাড়া জাপা নেতা জিয়াউল হক মৃধার জামাতা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া (ব্রাহ্মণবাড়িয়া-২), মোহাম্মদ আমির হোসেন (কুমিল্লা-২), নূরুল ইসলাম মিলন (কুমিল্লা-৮), আনিসুল ইসলাম মাহমুদ (চট্টগ্রাম-৫), জিয়াউদ্দিন আহমেদ (বাবলু) (কক্সবাজার-৩) ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (গাইবান্ধা-১) দলীয় মনোনয়নের চিঠি পাওয়ার অপেক্ষায় রয়েছেন।  

পার্টি সূত্র বলছে, জাতীয় পার্টির চাওয়া অনুযায়ী বেশ কিছু আসনে ছাড় দিয়েছে আওয়ামী লীগ। সেই আসনগুলো হচ্ছে- গোলাম মোহাম্মদ কাদের (লালমনিরহাট-৩), মাসুদ পারভেজ সোহেল রানা (বরিশাল-২), লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী-১), জাফর ইকবাল সিদ্দিকী (নীলফামারী-১), আবু নাসের ওয়াহেদ ফারুক (ইসলামী মহাজোট- নোয়াখালী-১), এম এ মতিন (ইসলামী ফ্রন্ট- চট্টগ্রাম-১২), ব্যারিস্টার দিলারা খন্দকার (গাইবান্ধা-৩), আবদুর রশিদ সরকার (গাইবান্ধা-২), মো. হাফিজ উদ্দিন (ঠাকুরগাঁও-৩)।  

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি মহাজোটের কাছে ১৩০টি দাবি করে। তবে শেষ পর্যন্ত সর্বোচ্চ ৪৫ আসন পেতে পারে বলে জানা গেছে।  

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৮
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।