ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি’র সঙ্গে যারা ঐক্য করেছে তাদের ভবিষ্যতও অন্ধকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
বিএনপি’র সঙ্গে যারা ঐক্য করেছে তাদের ভবিষ্যতও অন্ধকার মনোনয়নপত্র জমা দিচ্ছেন শাজাহান খান। ছবি: বাংলানিউজ

মাদারীপুর: বিএনপির সঙ্গে যারা ঐক্য করেছেন তাদের ভবিষ্যতও অন্ধকার বলে মন্তব্য করেছেন বর্তমান নৌমন্ত্রী শাজাহান খান। 

তিনি বলেন, কেননা বিএনপির কোনো রাজনৈতিক আদর্শ নেই। তারা একই আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়েছে।

এ থেকেই সন্দেহ হয়, তারা আদৌ নির্বাচনে আসবে কিনা?’

বুধবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মো. ওয়াহিদুল ইসলামের কাছে মাদারীপুর- ২ আসনের মনোনয়নপত্র জমা শেষে মতবিনিময়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।  

মনোনয়নপত্র জমাদানের সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।

এসময় নৌমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দু’টি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে আওয়ামী লীগ। একটি হলো উন্নয়নের ধারা অব্যাহত রাখা, অন্যটি স্বাধীনতাবিরোধী অপশক্তিকে দেশ থেকে চিরতরে নির্মূল করা। পাশাপাশি জাতির পিতার সোনার বাংলা গড়ার লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া। ’

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনার সরকার আবারো ক্ষমতায় আসবে। এজন্য নির্বাচন চলাকালে সবাইকে আচরণবিধি মেনে চলতে হবে। সবাই আচরণবিধি মেনে না চললে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ ব্যাপারে প্রার্থী ও নেতাকর্মীদের সর্তক থাকার পরামর্শ দেন তিনি। ’

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।