ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হাজী সেলিমের মুখে শুধু 'নৌকা নৌকা নৌকা নৌকা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
হাজী সেলিমের মুখে শুধু 'নৌকা নৌকা নৌকা নৌকা’ মনোনয়নপত্র জমা দিচ্ছেন হাজী সেলিম/ছবি: শাকিল

ঢাকা: আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঢাকা-৭ আসনের মনোনয়নপত্র জমা দেন সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। তবে ভোকাল কর্ডে সমস্যা থাকার কারণে তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি।

অস্পষ্ট ভাষায় তিনি শুধু বলেছেন, আমি ভালো আছি। নৌকা নৌকা নৌকা নৌকা।

বুধবার (২৮ নভেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের একথা বলেন তিনি।

এসময় সেলিমের হয়ে প্রশ্নের উত্তর দেন তার উকিল শ্রী প্রাণ নাথ দত্ত। বিভিন্ন আইনি বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার পর কথা বলার ইচ্ছা প্রকাশ করেন হাজী সেলিম।

সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি নির্বাচনে বিজয়ী হবেন বলে আশা করছেন? উত্তরে হাজী সেলিম আঙুল উঁচিয়ে উপরের দিকে ইশারা করতে থাকেন বলেন, ‘আল্লাহ্‌’। এর পরপরই বলতে থাকেন ‘নৌকা, নৌকা, নৌকা, নৌকা। ’


২০১৬ সালের মাঝামাঝিতে স্ট্রোক করে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন মদিনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী সেলিম। এরপর তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে চিকিৎসা শেষে গত বছর দেশে ফেরেন। তবে দৈনন্দিন কর্মকাণ্ড, ব্যবসা-বাণিজ্য, রাজনৈতিক কর্মকাণ্ড, পারিবারিক ও সামাজিক সব ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতেন ইশারা-ইঙ্গিতে। তাকে সহায়তা করতেন তার স্ত্রী গুলশান আরা বেগম ও বড় ছেলে সোলায়মান সেলিম।  

২০১৪ সালের নির্বাচনে বঞ্চিত হলেও এবার দলের মনোনয়ন পেয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলা শুরু করেছেন এ সংসদ সদস্য। মনোনয়নপত্র পেয়ে শুভেচ্ছা বিনিময়কালে সবার সঙ্গে অল্পস্বল্প কথাও বলছেন তিনি। কোনো বিষয়ে বিস্তারিত কথা বলার প্রয়োজন পড়লে সহযোগীর সহায়তা নিচ্ছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর তার উকিল শ্রী প্রাণ নাথ দত্ত সাংবাদিকদের জানান, ২০১৪ সালে হাজী সেলিম যে অবস্থায় থেকে নির্বাচন করেছিলেন এবার একই অবস্থায় আছেন। তখন আদালতের একটি স্টে অর্ডারের কারণে আমরা নির্বাচন করতে পেরেছিলাম। সুতরাং, আমরা এবারও নির্বাচন করতে পারবো বলে আশা করছি।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এমএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।