ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মনোনয়নপত্র জমা দিলেন আমির হোসেন আমু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
মনোনয়নপত্র জমা দিলেন আমির হোসেন আমু রিটানিং কর্মকতার কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠি-২ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়পত্র জমা দিয়েছেন শিল্পমন্ত্রী  আমির হোসেন আমু।

বুধবার (২৮ নভেম্বর) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক ও রিটানিং কর্মকতা মো. হামিদুল হকের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র মজা দেওয়ার পর শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, আমরা মনে করি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

জনগণ স্বতস্ফূর্তভাবে তাদের ভোট প্রয়োগের সুযোগ পাবে।

এদিকে ঝালকাঠি-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টোর পক্ষে বিএনপি নেতারা রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুন। আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মো. শাহজালাল শামীম ও মনিরুজ্জামান মনির মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বাংলা‌দেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ন‌ভেম্বর ২৮, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।