ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শিগগিরই হাসপাতাল থেকে বাসায় ফিরবেন এরশাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
শিগগিরই হাসপাতাল থেকে বাসায় ফিরবেন এরশাদ মনোনয়নপত্র জমা দিচ্ছেন আবু হোসেন বাবলা/ছবি: শাকিল

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সম্পূর্ণ সুস্থ আছেন। ১/২ দিনের মধ্যে তিনি হাসপাতাল থেকে নিজ বাসভবনে ফিরবেন বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।

বুধবার (২৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে মনোনয়ন দাখিল শেষ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, আমাদের দলের চেয়ারম্যান সম্পূর্ণ সুস্থ আছেন।

তিনি দু’এক দিনের মধ্যে নিজবাসায় ফিরবেন।

তিনি বলেন, মহাজোটের প্রার্থী হিসেবে আমি মনোনয়ন দাখিল করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হুসেইন মুহম্মদ এরশাদ আমাকে ঢাকা-৪ আসন থেকে মনোনয়ন দিয়েছেন। ঢাকা-৪ আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। আমাদের মধ্যে কোনো ধরনের দূরত্ব নয়।

‘আমি শতভাগ আশাবাদী এই আসনে আমরা জিতবো। আমার নির্বাচনী এলাকায় অনেক উন্নয়ন করছি। জনগণ ভোটের মাধ্যমে এর ফল আমাকে দেবে। ’

মহাজোটের প্রার্থীদের তালিকা কেন প্রকাশ হচ্ছে না এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, এটি একটি নির্বাচনী কৌশল। দ্রুতই তালিকা প্রকাশ করা হবে।

সোমবার (২৬ নভেম্বর) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন জাপা চেয়ারম্যান এরশাদ।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
এমএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।