ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হামলা-ভাঙচুরের জেরে বিএনপির মনোনয়ন কার্যক্রম বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
হামলা-ভাঙচুরের জেরে বিএনপির মনোনয়ন কার্যক্রম বন্ধ গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে মিলন সমর্থকদের বিক্ষোভ

ঢাকা: মনোনয়নবঞ্চিত বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের সমর্থকদের হামলার পর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত মনোনয়ন সাময়িক ভাবে বন্ধ রয়েছে। 

শনিবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হামলা চালানোর পর মাইকে ঘোষণা দিয়ে এ মনোনয়ন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।  

তবে কখন অাবার এ কার্যক্রম শুরু হতে পারে, তাও নিশ্চিত করে বলতে পারছেন না নেতারা।

ফলে যারা চূড়ান্ত মনোনয়ন নিতে পারেননি, তারা বেকায়দায় পড়েছেন।  

কার্যালয়ে হামলা ও ভাঙচুরের পর থেকে ভেতরেই অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীরসহ দলটির শীর্ষ নেতারা। সঙ্গে কার্যালয়ের ভেতরে অাটকা পড়েছেন গণমাধ্যম কর্মীরাও।  
 
বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
টিএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।