ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

প্রার্থিতা প্রত্যাহার করে বাদশাকে সমর্থন জাপা'র ডালিমের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
প্রার্থিতা প্রত্যাহার করে বাদশাকে সমর্থন জাপা'র ডালিমের সবাইকে মিষ্টিমুখ করাচ্ছেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, ছবি: বাংলানিউজ

রাজশাহী: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ১৪ দলের প্রার্থী ফজলে হোসেন বাদশাকে সমর্থন দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম।

রোববার (০৯ ডিসেম্বর) দুপুরে রাজশাহী-২ (সদর) আসনের নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে এ আসনের বর্তমান সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে সমর্থন দেন তিনি।

দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে ১৪ দলের নেতাদের সঙ্গে সভা করে এ ঘোষণা দেন তিনি।

এরপর তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করতে যান।

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম ঠাণ্ডু , রাজশাহী ১৪ দলের সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, মহানগর সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার উপস্থিত ছিলেন।

সভায় নিজের মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়ে মোস্তাফিজুর রহমান ডালিম বলেন, ফজলে হোসেন বাদশাকে ভালোবাসেন। তাকে ভালো লাগে। রাজশাহীর উন্নয়নে তার মতো নেতাই দরকার। এ জন্য তিনি নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করছেন। নগর জাপার প্রতিটি নেতাকর্মী এখন থেকে ১৪ দলের প্রার্থী ফজলে হোসেন বাদশার পক্ষে নিরলসভাবে কাজ করবেন। এ সময় খায়রুজ্জামান লিটন ও ফজলে হোসেন বাদশা তাকে মিষ্টিমুখ করান।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আমাকে সমর্থন দিয়ে জাপার প্রার্থী সিটি নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করেছিলাম। একইভাবে আমরা সংসদ নির্বাচনে ফজলে হোসেন বাদশার বিজয় নিশ্চিত করবো'।

ফজলে হোসেন বাদশা বলেন, 'আজ ডালিমের প্রার্থিতা প্রত্যাহারের মাধ্যমে আমাদের ঐতিহাসিক বন্ধুত্ব তৈরি হলো। অতীতের দূরত্ব-ভেদাভেদ ভুলে আমরা রাজশাহীর উন্নয়নে কাজ করবো। সারাদেশে কি হলো না হলো তা আমাদের দেখার দরকার নেই। এখানে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো'।

সভায় নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী, মোহাম্মদ আলী কামাল, শফিকুর রহমান বাদশা, জাসদের নগর সভাপতি প্রদীপ মৃধা, বাংলাদেশ জাসদের নগর সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ ১৪ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।