ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আ’লীগ ইসলামবিরোধী কোনো আইন পাস করেনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
আ’লীগ ইসলামবিরোধী কোনো আইন পাস করেনি মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ২০০৮ সালের নির্বাচনের আগে জননেত্রী শেখ হাসিনার ওয়াদা অনুযায়ী আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইসলামবিরোধী কোনো আইন পাস করেনি। 

রোববার (৯ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠিতে ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার প্রতিটি জেলা-উপজেলায় সরকারিভাবে ৫৬০টি মসজিদ নির্মাণ করে দিয়েছে।

সরকার সবসময় ইসলাম ধর্মীয় কাজে সহায়তা ও পৃষ্ঠপোষকতা দিয়েছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত আওয়ামী লীগ সরকার ইসলাম ধর্মীয় কাজে সহায়তা ও পৃষ্ঠপোষকতা দিয়েছে।  

এ সময় পরীক্ষিত দল ও পরীক্ষিত মানুষ হিসেবে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে আহ্বান জানান শিল্পমন্ত্রী।

ঝালকাঠি পৌর শহরের ফাতেমা ফাউন্ডেশন মিলনায়তনে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মু. আব্দুর রশিদের সঞ্চলনায় সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার।

জেলার ইমাম ও মুয়াজ্জিনদের উপস্থিতিতে এ সময় বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লা পনির, জেলা ইমাম সমিতির সভাপতি আব্দুল হাই নিজামী প্রমুখ।  

এর আগে মন্ত্রী পৌরসভার সব ভাতাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।