ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচনী মাঠে নতুন কুমার, ফিরে গেলেন আমজাদ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
নির্বাচনী মাঠে নতুন কুমার, ফিরে গেলেন আমজাদ  খাগড়াছড়িতে নির্বাচনে লড়ছেন যারা

খাগড়াছড়ি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে খাগড়াছড়ি আসনে গণফোরাম মনোনীত আমজাদ হোসেন চৌধুরী নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। 

তবে প্রথমে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করলেও পরে আপিলে বৈধতা ফিরে পান পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নতুন কুমার চাকমা।
 
বিএনপি মনোনিত দুইজন প্রার্থী থাকলেও কেন্দ্র থেকে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়াকে একক প্রার্থী ঘোষণা করায় অপর প্রার্থী সমীরণ দেওয়ানের মনোনয়ন বাতিল হয়ে যায়।


 
শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে রয়েছেন ৫ প্রার্থী। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা, বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ, ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল জব্বার গাজী ও  ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নতুন কুমার চাকমা।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এডি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।